রাজধানীর বাদামতলীর শাহাজাদা মিয়া লেনে মেয়াদোত্তীর্ণ ও লেভেলহীন খেজুরের গোডাউনে অভিযান পরিচালনা করছে পুলিশের এলিটফোর্স র্যাব। দুপুর ১২টায় এ অভিযান শুরু হয়।<br /><br />র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ অভিযান পরিচালনা করছেন।<br /><br />সারওয়ার আলম জাগো নিউজকে বলেন, রমজানের আগেও আমরা পচা-মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত ও বিক্রির বিরুদ্ধে বাদামতলীতে অভিযান চালিয়েছি। সেই ধারাবাহিকতায় রমজানেও অভিযান পরিচালনা করছি।